দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: টেসল সোসাইটি বাংলাদেশ-র আয়োজনে ‘বাংলাদেশের কওমি মাদরাসায় ইংরেজি শিক্ষার কার্যকারিতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় প্রশিক্ষণে হর্নবি এডুকেশনাল ট্রাস্ট অর্থায়ন করে।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন বাংলাদেশের টেসল সোসাইটির সভাপতি ড. সাঈদুর রহমান।
প্রশিক্ষণে উচ্চারণ, ইএলটি-তে প্রযুক্তির ব্যবহার, ব্যাকরণ এবং মেকানিক্স শেখানো, ইন্টারেক্টিভ শিক্ষাদান, ইংরেজি ভাষার দক্ষতা শেখানো এবং সাংস্কৃতিকভাবে টেকসই শিক্ষাবিদ্যায় (সিএসপি) পড়ার দক্ষতার বিকাশের ওপর জোর দেয়াসহ সাতটি ভিন্ন সেশন অন্তর্ভুক্ত ছিলো।
আরো পড়ুন: কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে
প্রশিক্ষণ সেশনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিচালনা করেন।
ঢাকা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, শেরপুর, কক্সবাজার, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা ও কুষ্টিয়া থেকে ইংরেজি ভাষা শিক্ষার দক্ষতা বৃদ্ধির জন্য কওমি মাদরাসার মোট ৪০ জন ইংরেজি শিক্ষক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
মাদরাসায় কার্যকরভাবে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের সুপ্ত দক্ষতাকে কাজে লাগানো লক্ষে প্রশিক্ষণ সেশনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সনদপত্র গ্রহণ করেন।