পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজারে উন্নিতকরণ ও নিয়মিতরণসহ নানা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরর্স অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
এ কর্মসূচিতে সংগঠনের নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের অন্যান্য দাবিগুলো হলো-এফসিপিএস, রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ, বিএসএমএমইউ এর অধীনস্থ ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালুকরণ।
এ ছাড়া, চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিও জানান তারা।