রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ দুইজন মারা গেছেন।
রোববার (২৩ জুন) বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাহমুদুল হাসান (৩০) ও এস এম তানজিম জয় (২৬)।
সানু মং মারমা জানান, সকাল ১০টার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টার এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। মাহমুদুল একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন । তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে।
এদিকে ভোরে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় তানজিম জয় নামে এক ছাত্র মারা যান। তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদের ছেলে।
তিনি আরো জানান, তানজিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তিনি শিক্ষার্থী ছিলেন। তবে কোথায় পড়ালেখা করতেন সেটা জানা যায়নি। দুর্ঘটনার পরে নিহত দুই যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে।