নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরে ট্রেনের ধাক্কায় জিপ গাড়ির এক আরোহী প্রাণ হারিয়েছেন। গত বুধবার দিবাগত রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মুজিবুর রহমান (৭০) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি বাজার করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
মুজিবুর বাসাইল উত্তরপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মাদ্রাসায়ে গাউছিয়া পেশোয়ারিয়ায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে বুধবার রাত দেড়টার দিকে গাজীপুরের আড়িখোলায় তুমুলিয়া রেলগেটে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জিপ গাড়ির এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। ঘটনাস্থলটি নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতায়।