সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ‘স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে ২য়তম বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কাউটস ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে স্কুলের স্কাউটস ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় স্কাউটস লিডার ও ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউটস দিবস ও স্কাউটস উৎপত্তির ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং বর্তমানে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্কাউটস কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, স্কাউটস ইউনিট লিডার কুন্তী রানী, সহকারী শিক্ষক মনোরঞ্জন রায়,জগদীশ বর্মন, নিত্যানন্দ গোস্বামী, সাদেকুল ইসলাম, ওসমান গনি, ঠাকুর দাস, নির্মল কুমার বর্মনসহ বিদ্যালয়ের স্কাউটস গ্রুপের ছাত্র- ছাত্রীবৃন্দ।