ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘরের অস্থায়ী কার্যালয় থেকে ১১৫টি জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার স্ট্যাম্পগুলো জব্দ করেন।
তিনি জানান, নতুন বছরের শুরুতে শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনকালে পোস্টমাস্টার বেলায়েত হোসেনের কাছে বরাদ্দকৃত সরকারি রেভিনিউ স্ট্যাম্পের চেয়ে বেশি টাকার হিসাব দেখা যায়। এ সময় তল্লাশিকালে কাগজপত্রের নিচের একটি ফাইলের মধ্যে থেকে ১১৫টি জাল রেভিনিউ সট্যাম্প পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
এদিকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এ নিয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোস্টমাস্টার বেলায়েত হোসেন লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছেন বলেও উল্লেখ করেন। কিন্তু পরে কৌশলে পোস্ট অফিস থেকে পালিয়ে যান।
ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার বলেন, গুয়াটন শাখা পোস্টমাস্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।