দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জিইএমএস আল বার্ষা দুবাইয়ে স্টেমপিডিয়া দুবাই-আমেরিকান একাডেমির আয়োজনে কোডেভার ৫.০ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ডিআরএমসি‘র তিন শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন। সোমবার কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সিনিয়র ক্যাটাগরিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র জুনায়েদ হোসেন, এলএম মাহির লাবিব, ফেরদৌস আহমেদ এগ্রিসেন্স ফার্ম ভিসন প্রোজেক্টে সেরা জীবিকা ও টেকসই পুরস্কার লাভ করেন এবং ১০ম শ্রেণির ছাত্র এলএম মাহির লাবিব চ্যাম্পিয়ন চেঞ্জ মেকারস অ্যাওয়ার্ডও লাভ করেন।
গ্রিনল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাফওয়ান সাদাদ কে৩পি৪ প্রোজেক্টে সান্ত্বনা পুরস্কার লাভ করেন।
এদিকে এই সমাপনী অনুষ্ঠানে পার্টনার কান্ট্রি হিসেবে বাংলাদেশের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন ডিআরএমসি সাইন্স ক্লাবের পক্ষে ক্লাবের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নূরুন্নবী এবং সাইন্স ক্লাবের মডারেটর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের পক্ষ থেকে অ্যাওয়ার্ড বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।