দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এ অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় রোববার। এ সময় কলেজের বটমূলে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের লেখা ‘অনীকের অব্যক্ত কথামালা’ কাব্যগ্রন্থের মোড়কও উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখকবন্ধু চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অনীকের অব্যক্ত কথামালা’ একটি চিন্তা-উদ্দীপক কবিতা সংকলন। কবির চিন্তার প্রখরতা এবং ভাষার অনবদ্য ব্যবহার এই কবিতাগুলোকে করে তুলেছে পাঠকদের কাছে কৌতূহল উদ্দীপক, রহস্যের ছোঁয়ায়। কবিতা প্রেমী, রহস্য প্রেমী সবার জন্য এই বইটি একটি অনির্বচনীয় উপহার। বইটি একুশে বইমেলার প্যাভিলিয়ন ১৩, পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রকাশনে পাওয়া যাবে।