শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৪৬৯ জন কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ২০১৮ থেকে ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্নাতক পরীক্ষায় ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হলো।
রোববার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে ডিন’স অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ড. মো. জাফর উল্লাহ। এ ছাড়া কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব, বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, যারা ডিন অ্যাওয়ার্ড পাচ্ছো তোমাদেরকে অভিনন্দন। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি। আমরা পরবর্তীতে চেষ্টা করবো প্রতিবছর এরকম অনুষ্ঠানের মাধ্যমে ডিন’স অ্যাওয়ার্ড দেয়ার।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রশিদ ভুঁইয়া বলেন, ডিন’স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু বিভিন্ন কারণে আমরা করতে সক্ষম হইনি। তবে যারা পাচ্ছো সবাইকে অভিনন্দন। তোমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে অনেক ভালো করবে। তোমাদের জীবনের সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা।
সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ বলেন, তোমরা আমাদের সেরা শিক্ষার্থী। অন্যদের থেকে তোমরা নিজেদেরকে আলাদা প্রমাণ করতে সক্ষম হয়েছো। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তবে ভবিষ্যত জীবনের পথচলায় তোমাদেরকে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এবং দেশকে এগিয়ে যেতে ভূমিকা রাখবে।