দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নাম ও জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে বিভিন্ন পদে লোকবল নিয়োগের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে। যা নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে একটি প্রতারক চক্র জালিয়াতির ওই ঘটনা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, গত রোববার দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার নাম ব্যবহার এবং জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর স্বাক্ষর জাল করে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৫০টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই তা নজরে আসে দিনাজপুরের জেলা প্রশাসকের। এর পরপরই জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জেলা প্রশাসকের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। জেলা প্রশাসকের ফেইসবুক পেইজে ‘সতর্কীকরণ বার্তা’ শিরোনামে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সরকারি দপ্তরের ফেইসবুক পেইজেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৫৫.২৭০০.০১৫.০৬.০১৬.১৯-২৬ স্মারকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫/০১/২০২৩ তারিখে দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক খবর একদিন পত্রিকায় অজ্ঞাত প্রতারক চক্র জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর এবং জেলা প্রশাসক, দিনাজপুর এর নাম ও স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করে কর্মচারী নিয়োগ সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতারক চক্র তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রকাশ করেছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। এ বিষয়ে যথাযথ আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’ গণবিজ্ঞপ্তির নিচে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর স্বাক্ষর আছে।
এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর জেলা শহরে তোলপাড় শুরু হয়। সবাই জানতে পারেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতারক চক্র পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে। জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে পত্রিকায় এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় অনেকেই বিস্মিত।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, ‘এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জালিয়াতির এই ঘটনায় প্রতারক চক্রের যারা জড়িত তাদের চিহ্নিত করছে পুলিশ। এই ঘটনায় যাতে করে কেউ বিভ্রান্ত না হন এবং ক্ষতিগ্রস্ত না হন সেজন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’