ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই কমেছে। দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৫০ জন।
একদিন আগেই ডেঙ্গু জ্বরে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড হয়। ওইদিন মারা যান ১৯ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫০ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৭৯২। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত।
নতুন ৯ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৫৫ জনের। আর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৪৭ জনে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৪৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৯১০ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন- এমন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৩৭ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৫২২ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন দুই হাজার ৪১৫ জন।
চলতি বছরে এখনও পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ খ্রিষ্টাব্দে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ খ্রিষ্টাব্দে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।