শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। প্রচারণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে অধ্যক্ষ-সুপারকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মূল নির্দেশনা সংযুক্ত করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর চিঠি প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষে আলোচনা সভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
মূল চিঠিতে বলা হয়েছে, ২৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী জনসচেতনামূলক প্রচারণা চালানোর জন্য জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তার অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জন্য বলা হলো।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছিলো। সেই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।