ঢাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই বাইকার নিহত - দৈনিকশিক্ষা

ঢাকায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই বাইকার নিহত

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলেজ শিক্ষার্থী জান্নাত (১৮) ও তার চাচাতো ভাই শামীম মৃধা (৩৫)। এছাড়া এ ঘটনায় সাদিয়া (৮) নামে এক শিশু আহত হয়েছে।

নিহত জান্নাত বরগুনার বেতাগি উপজেলার মো. বাহাউদ্দিনের মেয়ে। তারা পরিবারসহ কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন। তিনি কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঘটনার পরপরই চালকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে জান্নাতের মৃত্যু হয় এবং এদিন সকাল সাড়ে ১০টার দিকে শামীমেরও মৃত্যু হয়।

নিহত জান্নাতের বাবা বাহাউদ্দিন জানান, গতরাতে জান্নাতের চাচাতো ভাই শামীম মাটিকাটা এলাকা থেকে কুড়িল বিশ্বরোডে তাদের বাসায় বেড়াতে আসেন। রাতে শামীম তার নিজের ভাগনি সাদিয়া ও চাচাতো বোন জান্নাতকে সঙ্গে নিয়ে আবার নিজের বাসায় যাচ্ছিলেন। তাদের সঙ্গে অন্য মোটরসাইকেলে ছিলেন সাদিয়ার মা-বাবা ও দুই ভাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে শামীমের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি প্রাইভেটকার এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই আহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনার পরে আহতদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হলে সেখানে জান্নাত ও পরে শামিমের মৃত্যু হয়।

নিহত শামীমের বোন জামাই সাইফুল ইসলাম জানান, শামীমের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম সোহরাব মৃধা। বর্তমানে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতেন ও বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিপিডিসিতে চাকরি করতেন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, ঘটনার পরপরই প্রাইভেটকারটির জব্দ ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.002918004989624