ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকেল চারটার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের গারদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
বিস্ফোরণ স্থানের কয়েক মিটার দূরেই জুতা সেলাইয়ের কাজ করা ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রীবাস দাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি পাশেই কাজ করছিলাম। হঠাৎ করে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। কারা ফেলেছে আমি দেখিনি।
রাজধানীর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা এ বিষয় তদন্ত করছি।
এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী ২২ নভেম্বর ধার্য করা হয়।