ঢাকা বিভাগের বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। 'মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা' শীর্ষক এ সম্মেলন আগামী বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার লাখপুর কে ইউ কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা বিভাগীয় মাদরাসা শিক্ষক সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিক্ষা উপমন্ত্রী হাসান চৌধুরী নওফেল।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলনে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার লাখপুর কে ইউ কামিল মাদরাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ সম্মেলন চলবে।
ঢাকা বিভাগের সব মাদরাসার প্রধানকে এ শিক্ষক সম্মেলনে উপস্থিত থাকতে বলে বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।