আজ ১৭ মার্চ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে ছবি, উদ্ধৃতি, পোস্টার শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়ার এবং তিনি বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। বঙ্গবন্ধুর আদর্শকে প্রত্যেকের জীবন ও কর্মের মধ্যে অনুসরণ করে ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার আহ্বান জানান।