ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ায় নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মুহাম্মাদ আবদুর রশীদ। বৃহস্পতিবার তাকে সরকারি মাদরাসাটির অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
জানা গেছে, গত ৩১ মে অধ্যাপক মুহাম্মদ আবদুর রশীদকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যাস্ত করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মুহাম্মদ আবদুর রশীদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলারর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।