দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ঢাকা জেলা কমিটির উদ্যোগে সদ্য প্রয়াত সভাপতি আ ফ ম ওবায়দুল হক ফর্সার শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাভারের কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে খেলাঘরের ঢাকা জেলা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা ঊর্মি। প্রয়াত ওবায়দুল হক ফর্সার জীবনী পাঠ করেন ঢাকা জেলা কমিটির সদস্য আজম খান বাবু।
শোক সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম, প্রেসিডিয়াম সদস্য আয়াত আলী, রুনু আলী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি কাজী মনোয়ার হোসেন, প্রয়াত ফর্সার বড় ছেলে রাফসান ওবায়েত সৌমিক, সাভার -আশুলিয়া কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ কাবুল মিয়া, শিক্ষক নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ফার্সার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন খেলাঘর সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা, ওবায়দুল হক ফর্সার সাংগঠনিক জীবনের নানা কর্মময় দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িকতা, বিজ্ঞান মনস্কতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দেয়া প্রয়োজন।
এই সময় ওবায়দুল হক ফর্সার এই অকাল প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। শক্তিশালী খেলাঘর আন্দোলন গড়ে তুলে আগামী দিনের প্রদীপ্ত প্রজন্ম গড়ে তুলতে পারলেই ফর্সা ভাইয়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো। ফর্সা ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ঢাকা জেলায় জোরদার খেলাঘর আন্দোলন গড়ে তোলার প্রতি তাগিদ দেন বক্তারা।