বিশেষ সমাবর্তনের স্পন্সর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ২৩ লাখ টাকা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই চেক গ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সহ-সভাপতি আশরাফুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ এবং আপ্যায়ণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ নান্টু এবং কার্যনির্বাহী সদস্য সালেহা খাতুন স্নিগ্ধাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি প্রদান উপলক্ষে বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন ওই সমাবর্তনে সভাপতিত্ব করবেন।