দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বিভাগটির শিক্ষার্থীরা। এসময় ঐ শিক্ষকের বহিষ্কারের দাবি করেন তারা।
সোমবার সকাল এগারোটার পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সিজি ও পরীক্ষার ফলাফল শিক্ষকদের হাতে। ঐ শিক্ষকের সাথে গোপন সম্পর্ক না রাখলে নারী শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। হয়ত অতীতে ওই শিক্ষকের কাছে একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন আরও অনেক নারী শিক্ষার্থী। তার সাথে ক্লাস করা অস্বস্তিজনক।
তারা আরো বলেন, একজন সাহস করে তার নিপীড়নের কথা জানিয়েছে। অনেকেই সামাজিক মর্যাদার ভয়ে নিজের সাথে হওয়া নিপীড়নের কথা প্রকাশ করে না।তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনে উদ্যোগ নিতে হবে।
এছাড়া বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা জানান, উপাচার্যের সাথেও দেখা করবেন তাদের যৌক্তিক দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সকল ধরনের একাডেমিক কার্যক্রম বিরত থাকবেন।
এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) একই বিভাগের এক ছাত্রী প্রোক্টর বরাবর ড. নাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন।