ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার কক্ষ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের ৫২৭ নম্বর কক্ষ থেকে এই বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন শিক্ষার্থীরা।
জানা যায়, এই রুমে থাকতেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী রফিকুল ইসলাম সবুজ তালুকদার। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য।
প্রত্যক্ষদর্শী হলের আবাসিক শিক্ষার্থী এলিন ইসলাম আমাদের বার্তাকে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অন্যান্য ছাত্রলীগ নেতার রুমের পাশাপাশি তার (রফিকুল ইসলাম) রুমও ভাঙা পড়েছিলো। কয়েকজন শিক্ষার্থী তার রুমে ঢুকলেই তারা এই বোমার মতো দেখতে লাল-কালো টেপ পেঁছানো কিছু একটা পান। পরে একটা বালতিতে পানির মধ্যে সেটা রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মাসুদুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে মিলিটারি ক্যাম্পে খবর দিয়েছি। তারা আসবেন বলে আমাদের জানিয়েছেন।