ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা মোট তিন ইউনিটে শিক্ষার্থী ভর্তি না হওয়াতে সর্বমোট ৩৮৯ টি আসন ফাঁকা রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি ওয়েবসাইটে পৃথক ভর্তি না হওয়া শিক্ষার্থীদের এক পরিসংখ্যানে বিষয়টি জানানো হয়েছে।
এতে দেখা যায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি না হওয়াতে মানবিক বিভাগে ১৩৮, বিজ্ঞানে ৮৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২৮টি আসন ফাঁকা রয়েছে। বিজ্ঞান ইউনিটে ১২৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞানে ৯টি ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৪টি আসন ফাঁকা রয়েছে।
চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন , ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী।