ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তারা সবাই ফজলুল হক হলের ছাত্র।
বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ বর্ষের জালাল উদ্দীন, গণিত বিভাগের ছাত্র আহসান উল্লাহ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সুমন ও খাদ্যবিজ্ঞান ইনিস্টিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোত্তাকিন সাকিন, জিওগ্রাফি বিভাগের সাজ্জাদ আবু সাইদ ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওয়াজিবুল আলম।
এদিকে হত্যার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। কিন্তু পরে পরে তাদেরকে সময় বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত সময় দেয়া হয়।
কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদুল ইসলাম ও এ কে এম নূর আলম সিদ্দিকীকে সদস্য করা হয়েছে।