ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ‘প্রফেশনাল এলএলএম’ কোর্স নামের সান্ধ্যকালীন কোর্স চালুর কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) বিপুল কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি আইন বিভাগে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
ওই চিঠিতে বলা হয়, ‘অনিবার্যকারণবশত: অত্র দফতরের ০২-০৫-২০২৩ তাং রেজিঃ/শিক্ষা- ৩/৭৬৭০৬-১১ এবং ১৭-০৫-২০২৩ তাং রেজিঃ শিক্ষা-৩/৭৯৯৮২-৮৭ নং চিঠির কার্যকারিতা স্থগিত করা হলো। একইসঙ্গে, বিভাগ/অনুষদের উন্নয়ন ও বিকাশ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্স/একাডেমিক কর্মসূচি পরিচালনার জন্য সুচিন্তিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হলো।’
এতে আরো বলা হয়, আলোচ্য বিষয়ে মাননীয় উপাচার্যের সঙ্গে আইন অনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের সাথে গত ০১-০৬-২০২৩ তারিখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ১৭ মে ‘প্রফেশনাল এলএলএম’ নামের সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগ নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন বিভাগ। পরবর্তীতে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।