ঢাবির আইবিএতে গার্মেন্টস শিল্প নিয়ে কর্মশালা - দৈনিকশিক্ষা

ঢাবির আইবিএতে গার্মেন্টস শিল্প নিয়ে কর্মশালা

ঢাবি প্রতিনিধি |

গার্মেন্টস শিল্পকে প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকিয়ে রাখতে হলে এ খাতের টেকসই উন্নয়নে চাই দক্ষ জনবল। ২০৪১ খ্রিষ্টাব্দের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হতে হলে টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস শিল্পকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ খাতের অন্যান্য সব বাধা দূর করে এগিয়ে যেতে হবে। 

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেসন (আইবিএ) পরিচালিত গামসে বিজনেস বিষয়ক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের ফুল টাইম প্রশিক্ষণার্থীদের শিল্পে সংযুক্ত করতে গার্মেন্টস শিল্পে কর্মরত পেশাজীবীদের উদ্বুদ্ধকরণে কর্মশালায় বক্তারা একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক সাইফুল্লাহ্ মিলনায়তনে একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অর্থায়নে ডিপ্লোমা ইন গার্মেন্ট বিসনেস প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। পরামর্শ কর্মশালায় বক্তারা বলেন, শিল্পখাতে প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরির্তনের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকতে হলে উদ্ভাবনের বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরি করা না গেলে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত কাজের জন্য বিদেশী জনশক্তির ওপর নির্ভরশীল থাকতে হবে। ফলে দেশের অর্থ বিদেশ চলে যাওয়া রোধ করা যাবে না। তাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী কোর্স চালু করা অত্যাবশ্যকীয়। বিষয়টি বিবেচনায় নিয়ে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য মিড-লেভেল ও সিনিয়র ম্যানেজার তৈরির উদ্দেশে সেইপের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে গার্মেন্টস বিজনেস বিষয়ক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে।

কর্মশালায় মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুবিধা গ্রহণের মাধ্যমে তৈরি পোশাক শিল্প খাতের ব্যবস্থাপনা সংক্রান্ত পদগুলোতে প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ- মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সেইপের জাতীয় প্রকল্প পরিচালক ফাতিমা ইয়াসমিন।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি এ ধরনের যুগোপযোগী প্রোগ্রামের সাথে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন বিশ্বমানের কর্মদক্ষ ও মেধাবী ব্যবস্থাপক তৈরিতে অবদান রাখছে এসইআইপি ও আইবিএ। এই প্রোগ্রামের কার্যক্রম আরও বাড়ানোর জন্য জাতীয় প্রকল্প পরিচালককে অনুরোধ করেন। 


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইপের নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ফাতেমা রহিম ভীনা, বিজিএমইর সভাপতি ফারুক হাসান, বিকেএমইর সহ-সভাপতি ফজলে শামীম এহসান।

কর্মশালায় আইবিএর সহযোগী অধ্যাপক এবং আইবিএ ও সেইপ প্রকল্পের সমন্বয়ক খালেদ মাহমুদ স্বাগত বক্তব্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেজ কোর্সের নানা দিক তুলে ধরেন। সেইপ প্রকল্পের উপ নির্বাহী প্রকল্প পরিচালক (প্রাইভেট) ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া (যুগ্ম সচিব) তাঁর উপস্থাপনায় এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কর্মশালায় সেইপের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমই ও বিকেএমইর পরিচালকরা, আইবিএর শিক্ষক ও কর্মকর্তা, টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস শিল্পের সিনিয়র কর্মকর্তা, বিশেষজ্ঞসহ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030272006988525