ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত আন্তঃহল নবিশ বিতর্ক প্রতিযোগিতায় বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাব এবং ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং ক্লাব।
এ ছাড়া, বাংলা বিতর্কে রানার্স-আপ হয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব এবং ইংরেজি বিতর্কে রানার্স-আপ হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ওই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিভিন্ন জটিল বিষয়ের সমাধান: করতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদার, মানবিক, অসাম্প্রদায়িক, বিশ্লেষণাত্বক দৃষ্টিভঙ্গিসম্পন্ন এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম এবং ডিইউডিএসের মডারেটর তাওহিদা জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।