ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ৩২তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ওই পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেনো ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সেই সঙ্গে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ‘অরণি-১৮’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলের জন্য অ্যালামনাইদের সন্তানদের ক্রেস্ট দেয়া হয়। আলোচনা সভা, আড্ডা, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, সাবেক সভাপতি এ কে আজাদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শবনম শেহনাজ চৌধুরীসহ অনেকে।