ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিষয় মনোনয়ন প্রকাশিত হয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী শনিবার (২৬ আগস্ট) বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি পঞ্চাশ টাকা দিতে হবে। সেই সঙ্গে ফি জমা রশিদসহ আগামী ২৬ আগস্ট সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
বিষয় মনোনয়ন দেখতে, অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে, মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে “বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করলে তা দেখা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য নির্ধারিত ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd)।
প্রসঙ্গত, চলতি বছরে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৭১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন। ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে।
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ১ হাজার, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে ৫৫০, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০, আকিজ কলেজ অব হোম ইকনমিক্সে ২৭৫ এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজে ১৮০টি আসন রয়েছে। সবগুলো কলেজে মোট আসন রয়েছে ২ হাজার ৬৫৫।