ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষার সময় শিক্ষার্থীর পরিচয় শনাক্তে মুখ, কান দৃশ্যমান রাখা নিয়ে নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার ওই বিভাগের তিন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ এ আবেদনটি করেন। এতে ওই নোটিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে।
পাশাপাশি রুল বিচারাধীন থাকাবস্থায় ওই নোটিমের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আবেদনে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
গত বছর ১৮ সেপ্টেম্বর বাংলা বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত উল্লেখ করে গত ১১ ডিসেম্বর ঢাবির বাংলা বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।