দৈনিক শিক্ষাডটকম, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ ভর্তি পরীক্ষার আগে যে চক্রটি টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁসের দাবি জানিয়ে তা বিক্রির জন্য তৎপরতা চালাচ্ছিল, সেই চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. জিয়া রহমান।
তিনি বলেন, ডিএমপি কমিশনার মেসেজে প্রশ্নফাঁস প্রতারণার আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। এজন্য পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁস হওয়ার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন।
সম্প্রতি ৫০ হাজার টাকার বিনিময়ে প্রশ্নফাঁস করে বিক্রির জন্য টেলিগ্রামে গোপনে কাজ করছিল আহমেদ নিলয় (টেলিগ্রাম প্রোফাইলে দেওয়া) নেতৃতাধীন একটি চক্র। প্রশ্নফাঁস করার জন্য তার একটি গোপন টেলিগ্রাম গ্রুপ আছে। যদি কোনো ভর্তিচ্ছু ২০ হাজার টাকা অগ্রিম এবং তার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেন, তাহলে সেই গোপন গ্রুপে তাকে (পরীক্ষার্থীকে) যুক্ত করা হয় এবং হুবহু প্রশ্ন দেওয়া হবে বলে জানানো হয়। বাকি ৩০ হাজার টাকা তারপর দেওয়ার কথা বলা হয়।
এমন গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভর্তিচ্ছু সেজে যোগাযোগ করেন চক্রের মূলহোতা আহমেদ নিলয়ের সঙ্গে। টেলিগ্রাম বার্তায় তাকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার প্রশ্ন দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে তিনি ৫০ হাজার টাকা চান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।