ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ও চারুকালা ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
যেভাবে ফলাফল জানা যাবে:
বিজ্ঞান ও চারুকলা ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতি শিক্ষার্থী তার উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন।
বিজ্ঞান ইউনিটের আবেদনকারীরা বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে তার ফল জানতে পারবেন। অন্যদিকে চারুকলা ইউনিটের আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU FRT টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে তার ফলাফল জানতে পারবেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গত ২০ মার্চ পর্যন্ত চলে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি জমা প্রক্রিয়া। সেই সঙ্গে গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয় ঢাবির ভর্তি পরীক্ষা এবং গত ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় চলতি শিক্ষাবর্ষের । চারুকলা ইউনিট ও আইবিএর বিবিএ প্রোগ্রাম ছাড়া রাজধানীসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় চলতি শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।
চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন ২ হাজার ৯৩৪টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।