ঢাবির বিশেষ সমাবর্তনে রাষ্ট্রপতি থাকবেন না - দৈনিকশিক্ষা

ঢাবির বিশেষ সমাবর্তনে রাষ্ট্রপতি থাকবেন না

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর রোববার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদিন সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে। এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি থাকতে পারছেন না। সমাবর্তনে বিশেষ বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন তার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

গত ১৬ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। এরপর এক দিন তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়। গতকাল বুধবার সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন তিনি। আগামী ৩০ অক্টোবর চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে ওই হাসতাপালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাবির বিশেষ সমাবর্তন। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য সমাবর্তনের সভাপতিত্ব করেন। কিন্তু সিঙ্গাপুরে অবস্থান করায় সমাবর্তনে থাকতে পারবেন না রাষ্ট্রপতি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেলে ১০ (১) অনুযায়ী এবং আচার্যের অনুমতিক্রমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে জানান ঢাবির এক শিক্ষক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর সকালে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ সমাবর্তনের অনুষ্ঠান। এ লক্ষ্যে যথাযথ প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে ঢাবির বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, অতিথিসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন প্রায় ১২ হাজার ৪৯৬ শিক্ষার্থী, ৮০০ শিক্ষক, ১ হাজার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ৫০০ অ্যালামনাই, প্রায় ১৫০ বিদেশি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রায় ৩ হাজার অতিথি।

এদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, সমাবর্তনকে সামনে রেখে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0074009895324707