ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের এমএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল এবং প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৪ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার লক্ষ্যে ‘অধ্যাপক ড. এস. এইচ. মাহমুদ ট্রাস্ট ফান্ড’ নামের নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে।
গতকাল রোববার উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. এস এইচ মাহমুদ তাঁর নামে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।