ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির সকল ইউনিটের চতুর্থ ধাপের বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।
জানানো হয়েছে, সব ইউনিটের চতুর্থ ধাপের মনোনয়ন, মাইগ্রেশন প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে মাইগ্রেশন চালু বা বন্ধের ফি বুধবার (২ আগস্ট) সকাল থেকে দেয়া যাচ্ছে। যা আগামী শনিবার (৫ আগস্ট) বিকেল ৩ টা পর্যন্ত দেয়া যাবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) এ পাওয়া যাবে।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন , ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী।