'এসো বন্ধু, হাতে হাত রাখি,গাহি জীবনের গান' স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার টিএসসি মাঠে 'প্রাণের মেলা' শীর্ষক এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রখর রোদে মিলনমেলায় আসা অ্যালামনাইদের গা পুড়বে বলে টিএসসির সবুজ মাঠের এক তৃতীয়াংশ জুড়ে টাঙিয়ে দেয়া হয়েছে শামিয়ানা। এর নিচে কয়েকশ’ চেয়ার। আয়োজকদের উদ্দেশ এরমধ্যে বসেই আনন্দ আড্ডা সীমাবদ্ধ রাখবে প্রাণের মেলায় আসা প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু কে মানে সে উদ্দেশ্য? মিলনমেলায় আসা অ্যালামনাইরা ছড়িয়ে গেছে পুরো টিএসসি মাঠজুড়ে।
পুরনো বন্ধুদের খুঁজে পেয়ে আড্ডা, আনন্দ আর খুনসুটিতে মেতেছে তারা। সূর্য তাপের কষ্ট হার মেনেছে ভালোবাসা ও আবেগের কাছে। ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গেলো সুন্দর ও সাবলীলভাবে। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বিভাগটির সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়।
সকালে দিনব্যাপী প্রাণের মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি & প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এরপর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত হোন মন্ত্রীপরিষদ সচিব মো মাহবুব হোসেন। তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভাগের সিনিয়র-জুনিয়র-বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন।