দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : শিক্ষা এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাথে যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ঢাবির কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের উপ-উপাচার্য প্রফেসর ক্রিস চ্যাং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
ঢাবি উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. কাওসার আহমেদ প্রমুখ।
সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একসঙ্গে কাজ করবে। এছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তথ্য বিনিময়ের পাশাপাশি জ্ঞান আদান-প্রদান করবে। তারা যৌথ গবেষণা পরিচালনা করবে। দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।
ঢাবি উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এই সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অনেক বেশি এগিয়ে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।