‘হোক প্রতিভার বিচ্ছুরণে’ স্লোগানকে সামনে রেখে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল সাহিত্য-সাংস্কৃতিক সংসদ। এ উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
গতকাল রোববার মাসব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় ‘সংগীত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন হলটির ১৫ শিক্ষার্থী। বিচারক হিসেবে এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী
প্রতিযোগীরা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সাহিত্য-সাংস্কৃতিক সংসদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এমন আয়োজনের হলের মধ্য দিয়ে যেমন প্রতিভাবান শিক্ষার্থী বেরিয়ে আসবে, তেমনি অনেক শিক্ষার্থীর প্রতিভার বিকাশ ঘটতে সাহায্য করবে।
মাস্টারদা সূর্য সেন হল সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সভাপতি এ কে এম তৌহিদুজ্জামান অভি বলেন, শুদ্ধ সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা থেকে উদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
সেদিক বিবেচনা করে আমরা প্রত্যেক সাপ্তাহিক ছুটিতে সাহিত্য সেশনের আয়োজন করি। প্রতি শুক্রবারে আবৃত্তি এবং বৃহস্পতিবার একটি গানের সেশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলো আগামীতেও চলবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক নোবেল আহমদ মাসুম বলেন, মাসব্যাপী আয়োজনের মধ্যে আছে আবৃত্তি, সংগীত, নৃত্য, রচনা প্রতিযোগিতা। যা হলের অধিকাংশ শিক্ষার্থীদের কাছে সাড়া ফেলেছে। অনেক প্রতিযোগীও অংশ নিচ্ছেন। যা পুরো হলে সাংস্কৃতিক উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
এর আগে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ আয়োজনের উদ্বোধন করেন হলটির প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভুঁইয়া। উদ্বোধনী দিনে রোববার ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।