দৈনিকশিক্ষাডটকম ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের একজন অধ্যাপকের আপত্তিকর ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি অভিযোগ উঠেছে। ওই অধ্যাপকের নাম আলী আক্কাস।
রোববার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি জানান ওই অধ্যাপক। অধ্যাপক আলী আক্কাসের দাবি, তাঁর ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে বিকৃত করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এসময় ২০ হাজার টাকা দাবি করা হয়।
অধ্যাপক আলী আক্কাস জানান, গেল অক্টোবরের শেষের দিকে ভারতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। পরে একদিন ভিডিও কল দিলে, তা রিসিভ করি। পরে ফোনটি কেটে দিয়ে আমার ছবি বিকৃত করে ২০ হাজার টাকা দাবি করেন পুরুষ কণ্ঠে একজন। পরে আমি তাকে ব্লক করে দিই।
তিনি আরো জানান, আমি থানায় মামলা করেছি। তারা তদন্ত করে জেনেছে এটি একটি ভুয়া একাউন্ট।
কে বা কারা এমন কাজ করতে পারেন জানতে চাইলে অধ্যাপক আলী আক্কাস আরো বলেন, আসলে আমি রাজনীতি করি না। আগামী বছর আমি অবসরে যাবো। আমার সম্মান নষ্ট করতে আমার কিছু শত্রু এই কাজ করেছে। কিন্তু শেষ সময়ে এসে কারা যে এসব করছে বলতে পারছি না। ইতোমধ্যে আমি আমার বিভাগের শিক্ষার্থীদেরও এ বিষয়ে সচেতন করছি, এমনটা তাঁদের সঙ্গেও ঘটতে পারে, তারা যেনো সচেতন থাকে।