ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ বছর মেয়াদি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলে এই পরীক্ষা। ১০০ নম্বরে লিখিত ও মৌখিক পরীক্ষায় ৮টি শূন্য আসনের বিপরীতে ৩৮ জন ভর্তিচ্ছু প্রার্থী এতে অংশ নেন।
দেড় ঘণ্টার পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের ভাইভাতে অংশ নিতে হয়। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে ঢাবির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগটির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যাচ্ছে খুব দ্রুতই ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভাগীয় অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহের সুযোগ পান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মধ্যে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা।