ঢাবি ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বেন ৫০ শিক্ষার্থী - দৈনিকশিক্ষা

ঢাবি ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বেন ৫০ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি ভর্তিচ্ছু প্রায় ৫০ জন। তবে ইউনিটের হিসেবে এ সংখ্যা কম বা বেশি হবে।

বিশ্ববিদ্য়ালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সবমিলিয়ে দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আরও কিছু ফি পরিশোধের তথ্য আপডেট হলে সামান্য কিছু সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়াই হবে প্রায় প্রায় ৪২ জনের।

বিজ্ঞানে এক হাজার ৮৫১টি আসনের বিপলীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হবে প্রায় ৬৯ জনের। বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৩৬৮জন। আসন প্রতি প্রার্থী প্রায় ৪০ জন।

এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে। এ পর্যন্ত ৭ হাজার ৯৬টি আবেদন পড়েছে। আসন প্রতি লড়াই হবে প্রায় ৫৫ জনের। কয়েকজনের ফি সমন্বয়ের পর এ সংখ্যা কিছুটা বাড়লেও খুব বেশি হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। গত বছর পাঁচটি ইউনিটে মোট দুই লাখ ৯০ হাজার ৩৪১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবার বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025801658630371