দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : বরিশালে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অবসর প্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যশে বলেন, আমাদের কর্মকাণ্ডে, লেখাপড়ায় যদি স্মার্ট হতে না পারি, তাহলে কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকার যে কাজ করে যাচ্ছে সেই লক্ষে আমরা পৌঁছাতে পারবো না। এজন্য লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে, তোমাদেরকে বরিশালে ভালো বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করতে হবে। এজন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা কবীর লুনা, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।