ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানকে আরও এক মেয়াদ রাখার প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড। গতকাল মঙ্গলবার বোর্ডের এক বৈঠকে তাকে ওয়াসার এমডি হিসেবে আরও ৩ বছর মেয়াদ বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, বৈঠকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সুজিত কুমার বালা পরবর্তী মেয়াদের জন্য এমডি হিসেবে তাকসিমের নাম প্রস্তাব করেছেন। সভায় ওয়াসা বোর্ডের ৯ সদস্যে মধ্যে তিনজন নোট অব ডিসেন্ট বা আপত্তি দেন। বাকি ছয়জনই এমডির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। পাস হওয়ার পর প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। বিভিন্ন ধাপ পেরিয়ে অনুমোদন হলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান নিজ পদে আরও তিন বছরের জন্য থাকবেন। এলজিআরডি মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রস্তাব গৃহীত হলে টানা ৭ মেয়াদে ১৭ বছর ওয়াসার এমডি থাকবেন তাকসিম।
২০০৯ খ্রিষ্টাব্দের অক্টোবর থেকে তিনি এ পদে আছেন। তার ষষ্ঠ মেয়াদ শেষ হবে ১৪ অক্টোবর। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন প্রকৌশলী তাকসিম এ খান। প্রশ্ন উঠেছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নেওয়া এবং গত ১৪ বছরে বেতন-ভাতা হিসেবে ৫ কোটি ৮০ লাখ টাকা নেওয়াসহ আলোচনা-সমালোচনার অভিযোগগুলোর সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকা নিয়ে প্রকাশিত সংবাদ এসেছে গণমাধ্যমে।
জানা গেছে, ১৯৯৬ খ্রিষ্টাব্দের ওয়াসা অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি। ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।