দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : তীব্র শীত ও শৈত্যপ্রবাহের জেরে সরকারি সিদ্ধান্তে বুধবার নওগাঁর সব হাইস্কুল-মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছিলো। বুধবার জেলার তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। একদিন ছুটির পর আগামীকাল বৃহস্পতিবার জেলার প্রতিষ্ঠানগুলো খুলছে। দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শৈত্যপ্রবাহ চলায় যেসব জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমেছিলো সে সব জেলায় সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক (ডিডি) জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জেলার সব স্কুল বন্ধ করার সিদ্ধান্ত জানানো হয়। সে প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নওগাঁর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থাকায় বুধবার জেলার সব হাইস্কুল-মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু গত কয়েকদিন এ জেলায় সূর্যের দেখা না মিললেও বুধবার সূর্য উঠেছে। জেলার তাপমাত্রা বাড়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও নওগাঁর আকাশে সূর্য না উঠায় এখানকার তাপমাত্রা কখনো ১০ ডিগ্রি সেলসিয়াস আবার কখনো তার নিচে নেমে এসেছিলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠি পাওয়ার পর আমি বিভাগীয় উপপরিচালক (ডিডি) স্যারের সঙ্গে আলোচনা করে তাঁর নির্দেশনায় জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিলো কিন্তু বুধবার জেলার তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠে আসায় বৃহস্পতিবার থেকে আবারও আগের মতো স্কুল চলবে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে দেয়া হয়েছে।