জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের শুনানিতে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল, ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে সাক্ষ্যগ্রহণের সময় এ ঘটনা ঘটে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য সাক্ষ্যগ্রহণ বন্ধ থাকে। একপর্যায়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিএনপিপন্থী আইনজীবীদের আদালত থেকে বের করে দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এজলাসের আশপাশে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মহসিন মিয়া উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলেন, শুনানিকালে বিএনপিপন্থী আইনজীবীরা এ মামলায় প্রতি কর্মদিবসে শুনানি নিয়ে আপত্তি তুলে লম্বা সময়ে শুনানির আরজি জানান। আদালত এ সময় তাদের উদ্দেশ্যে বলে, যেহেতু পলাতকদের পক্ষে শুনানির সুযোগ নেই, তারপরও বিষয়টি বিবেচনা করা হবে। এ নিয়ে দুপক্ষের তরুণ আইনজীবীরা প্রথমে কথা কাটাকাটি ও পরে ধস্তাধস্তিতে লিপ্ত হন। পরে আওয়ামীপন্থী আইনজীবীরা মহানগর দায়রা আদালতের সামনে এবং বিএনপিপন্থীরা ঢাকা বার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।
গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর আগে গত ১৩ এপ্রিল আসামি পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে পলাতক এ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছিল আদালত। গত ১৯ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ ফেব্রুয়ারি আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেয় একই আদালত যা ৩১ জানুয়ারি গেজেট আকারে বিজি প্রেস প্রকাশ করে।