ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়ে অন্তত ১৫ জন শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত।
বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ। তিনি বলেন, ৩০ জন শিক্ষার্থীকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। ১০জনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন, নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮) রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩),রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬ মেহেদী হাসান (২৪), সজিব বেপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়ামসহ (১৮) আরো অনেকে।
এদিন বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো যাত্রাবাড়ি এলাকা।
এর আগে মেগা মানডে ঘোষনা করে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। অপরদিকে মোল্লা কলেজের ছাত্ররাও অবস্থান নেন সড়কে।