পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তিন ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে ওই বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম শোকজ করা হয়েছে। বুধবার কারণ দর্শানোর জবাব পেলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে, বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।
গত সোমবার রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়ে গত ১০ জুলাই নবম শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ক্লাশ চলাকালীন সময়ে কথা বলায় তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এ ঘটনার পরে ওই এলাকায় চঞ্চলের সৃষ্টি হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবীর মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের কথা ও ঘটনা শুনে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তার সাড়া মেলেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ দৈনিক শিক্ষাডটমকে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা হয়েছে এটা আসলে দুঃখজনক। তাই তাকে শোকজ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল কবীর দৈনিক শিক্ষাডটমকে বলেন, অভিযুক্ত শিক্ষককে শোকজ দেওয়া হয়েছে। শোকজের জবাব পেলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।