বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
রোববার (১১ অক্টোবর) সকালে কলেজের মূল ফটকে ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।
এ সময় সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজের সভাপতিত্বে কর্মবিরতিতে সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।
নাজমুল হক মিরাজ বলেন, আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই। সারা বাংলাদেশে ৩২৭টি সরকারি কলেজে প্রায় ছয় হাজার কর্মচারী রয়েছে। পাঁচ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে এমন দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।