ঘূর্ণিঝড় মোকার আঘাতের শঙ্কায় চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আওতাধীন জেলাসমূহের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মারাসা শিক্ষা প্রতিষ্ঠান আজ রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করেছে সরকার। রোববার ওই তিন বিভাগের আওতাধীন জেলাগুলোর সব মাদরাসা বন্ধ থাকবে।
শনিবার রাতে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আওতাধীন জেলাসমূহের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মারাসা শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার (১৪ মে) বন্ধ থাকবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।