দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী: তীব্র গরমে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে নির্বাচনী পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোববার (২২ এপ্রিল) দ্বাদশ শ্রেণির দুটি বিষয়ের নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, প্রচন্ড গরম এবং বিদ্যুৎ না থাকায় পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। তাও এক দিনে দুটি পরীক্ষা নেওয়ায় দুপুরে খাওয়ার সুযোগ পাওয়া যায় না।
পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ঘনিয়ে এসেছে। দ্বাদশ শ্রেণির বাকি থাকা দুটি পরীক্ষা নেওয়া হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে কলেজ বন্ধ থাকবে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার আগে কলেজ কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার ছিল।