জয়পুরহাটে সর্বনিম্ন তামপাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
তিনি আরও বলেন, তাপমাত্রা যদি এমন থাকে, তবে আবারও নতুন করে ঘোষণা দেয়া হবে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, জয়পুরহাটে সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনের মধ্যে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।